মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১০ জুন ২০২৩, ২২:২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে জিন্নাত আলী (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১০ জুন) উপজেলার ধর্মগড় চেকপোস্ট এলাকার নাগর নদীর তীরে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী চেকপোস্ট কলোনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম বলেন, ঘাস কাটতে গেলে জিন্নাত আলীকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। এতে পেটে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন বর্ডার গার্ড (৫০ বিজিবি)র সহকারী পরিচালক মো. রাজ মামুদ বলেন, আমার এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

ইত্তেফাক/এবি/পিও