বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। তবে ক্রিকেটের বাইরে রহস্যময় এক নাম সাকিব। মাঠ এবং মাঠের বাইরে সমানভাবে আলোচিত বিশ্বসেরা এই অলরাউন্ডার। সদ্য শেষ হওয়া উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল মাঠে বসে উপভোগ করেছেন সাকিব।
সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন সাকিব। ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান বাংলাদেশ দলের টেস্ট ও টি- টোয়েন্টি অধিনায়ক। এরপর পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান যুক্তরাষ্ট্রে। সেখান থেকে গত সোমবার (৫ জুন) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন সাকিব। এরপর বৃহস্পতিবার (৮ জুন) সকালে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন তিনি।
এরই মাঝে শনিবার (১০ জুন) ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মধ্যকার ফাইনাল মাঠে বসে উপভোগ করেন সাকিব। নিজেরে অফিসিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করে সাকিব লিখেন, 'এটি আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখার মতো একটি অলৌকিক ঘটনার সাক্ষী।'