আনন্দ ভ্রমণে গিয়ে কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে ডুবে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহম্মেদ (২৩)। গত সোমবার (১২ জুন) নিখোঁজের ৪৪ ঘণ্টা পর অবশেষে বুধবার (১৪ জুন) সকালে ভেসে উঠা লাশ উদ্ধার করেছে ডুবুবি দল।
লাশ উদ্ধারের পর অপেক্ষমান শিক্ষার্থীর বাবা বরগুনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মালেক, চিকিৎসক বড়বোন ও তার সহপাঠীদের কান্না-আহাজারিতে ভারি হয়ে উঠে গড়াই নদীর পাড়। এ সময় এলাকার শত শত নারী-পুরুষ নদী তীরে লাশ দেখতে ভিড় করেন।
জানা গেছে, খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরীর ছেলে ঐশ্বর্য রহমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১৩ শিক্ষার্থী ঢাকা থেকে ভ্রমণে বেরিয়ে ১১ জুন মেহেরপুর সার্কিট হাউজে উঠেন। সেখানে অবস্থাকালে মুজিবনগরসহ মেহেরপুরের দর্শনীয় স্থান পরিভ্রমণ শেষে ১২ জুন সকালে তারা কুষ্টিয়ায় পৌঁছে সরাসরি রওনা হন লালন শাহের মাজার ও শিলাইদহের কুঠিবাড়িতে। এসব দর্শনীয় স্থান পরিদর্শন শেষে কুষ্টিয়া সার্কিট হাউজে ফেরার সময় পথিমধ্যে দুপুর ৩ টারদিকে তারা প্রমত্তা পদ্মার শাখা গড়াই রেলসেতুর উত্তরপাশের ৩০০ গজ দূরে নদীতে গোসল করতে নামেন। মূল রেলসেতুর আশেপাশে গড়াই নদীতে এখন কোথাও হাঁটু, কোথাও কোমর পানি। নদীতে পানি কম ভেবে ১৩ জনের মধ্যে তিনজন এক পা দু’পা করে সামনে এগিয়ে যায়। তখন তানভীর নদীর ২৫/৩০ ফুট গভীরে তলিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক কুষ্টিয়া ও কুমারখালীর ফায়ার সার্ভিসের টিমসহ খুলনার ডুবুরিরা তাকে উদ্ধারে অভিযান শুরু করে। ডুবুরি দল টানা ৪৪ ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়েও নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধারে ব্যর্থ হয়। অবশেষে ৪৪ ঘণ্টা পর লাশটি রেলসেতুর দক্ষিণে ভেসে যাওয়ার সময় স্থানীয়দের দৃষ্টিগোচর হয়। তাদের চিৎকারে ডুবুরিরা ছুটে এসে লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে কুষ্টিয়ার ডিসি সাইদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা নদী পাড়ে ছুটে আসেন। তানভীরের লাশ উদ্ধারের পর তার বাবা আব্দুল মালেক ও তার সহপাঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। পরে কুষ্টিয়া পৌর গোরস্থানের ব্যবস্থাপনায় লাশের গোসলসহ আনুষ্ঠানিকতা সম্পন্নের পর দুপুর সাড়ে ৩ টারদিকে পরিবারের সদস্য ও সহপাঠীরা লাশ নিয়ে কুষ্টিয়া ত্যাগ করেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা এই উদ্ধার অভিযান সার্বক্ষণিক তদারকি করেন।