রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ব্র্যাকে চাকরির সুযোগ

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৯:২৫

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। প্রতিষ্ঠানটি তাদের এইচসিএমপি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৪ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট অফিসার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদনের যোগ্যতা: সোশ্যাল সায়েন্স, অ্যান্থ্রপোলজি/ ফিলোসফি/সাইকোলজি বিষয়ে স্নাতক পাস করতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

বয়স: প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

কম্পিউটার দক্ষতা: মাইক্রোসফট অফিস, ওয়ার্ড ও এক্সেল বিষয়ে জানাশোনা থাকতে হবে।

কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারে চাকরির আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে উৎসব ভাতা, হেলথ অ্যান্ড লাইভ ইন্স্যুরেন্স, মাতৃকালীন ও পিতৃকালীন ছুটিসহ অন্যান্য ছুটি প্রদান করা হবে।

আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ২৪ জুন, ২০২৩

ইত্তেফাক/আর

এ সম্পর্কিত আরও পড়ুন