বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ডেঙ্গু বিতর্কে পেরুর স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৭:২৫

পদত্যাগ করেছেন পেরুর স্বাস্থ্যমন্ত্রী রোজা গুতিয়ারেজ । ডেঙ্গু জ্বর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেন তিনি। সর্বশেষ সংবাদ অনুযায়ী পর্যন্ত এ রোগের কারণে দেশটিতে রেকর্ড ২৪৮ জন প্রাণ হারিয়েছে। সংক্রমণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজারের অধিক। খবর বিবিসি।

সংকট মোকাবিলার চাপের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুতিয়ারেজ পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পেরুর গণমাধ্যম জানিয়েছে, এর আগে গুতিয়ারেজ দাবি করেছিলেন, ১৫ দিনের মধ্যে ভাইরাসটি নিয়ন্ত্রণ করা হবে।

পেরুর সংসদ সদস্যরা গুতিয়ারেজকে পদ থেকে অপসারণের জন্য তাকে একটি আলোচনায় অংশ নিতে হাজির হতে ডাকা হয়েছিল। কিন্তু তিনি এর আগেই পদত্যাগ করলেন। 

টুইটারে এক পোস্টে পেরুর প্রেসিডেন্ট ডিনা বোলুয়ার্তে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়েছেন। একই সঙ্গে জনস্বাস্থ্যের উন্নতির জন্য দ্বিগুণ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রতিবেদন থেকে জানা যায়, দেশটিতে সাইক্লোন ইয়াকুর ফলে এপ্রিল ও মে মাসে দেশের উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত নিয়ে এসেছিল। ফলে রোগ বহনকারী মশার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। সরকারসংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এল নিনোর ফলে বছরের শেষ দিকে আরো ভারি বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও খারাপ হবে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট বোলুয়ার্তে দেশের অধিকাংশ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন। যদিও অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তরে।

  

ইত্তেফাক/এফএস