শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রেকর্ড গড়ার ম্যাচে রোনালদোর গোলেই জিতলো পর্তুগাল

আপডেট : ২১ জুন ২০২৩, ১৪:৩৬

ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ছোঁয়া ম্যাচে তার গোলেই জয় পেয়েছে পর্তুগাল। পর্তুগালের হয়ে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। অনন্য এই মাইলফলক স্পর্শ করার দিনে সতীর্থরা হতাশ করেনি এই সুপারস্টারকে। ইউরোর বাছাইপর্বের ম্যাচে আইসল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচের ইনজুরি সময়ে স্পট কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেছেন রোনালদো নিজেই। 

ইউরো বাছাইয়ের গ্রুপ-জে’তে নিজেদের চতুর্থ ম্যাচে পর্তুগাল আর আইসল্যান্ডের ম্যাচটি গোলশুন্য ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু ৮০ মিনিটে উইলিয়াম থোর উইলিয়ামসন দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ত্যাগে বাধ্য হলে আইসল্যান্ড যখন ১০ জনের দলে পরিণত হয় তখনই ম্যাচের আবহ পরিবর্তন হতে থাকে। ম্যাচের প্রায় পুরোটা সময়ই রোনালদো তার স্বাভাবিক খেলা খেলতে পারেননি। কিন্তু ৮৯ মিনিটে গনসালো ইনাসিওর আদায় করা পেনাল্টি থেকে কোচ রবার্তো মার্টিনেজের আস্থার প্রতিদান দিয়েছেন রোনালদো। 

ম্যাচ শেষে মার্টিনেজ বলেছেন, ‘এটা রোনালদোর জন্য দারুন একটি অধ্যায়। এই অনুভূতির কোন তুলনায় হয়না। প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ২০০তম ম্যাচের রেকর্ড গড়া কোন ছোট অর্জন নয়।’

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকার আন্তর্জাতিক গোলসংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১২৩টি। এর আগে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। আন্তর্জাতিক অঙ্গনে রেকর্ড ম্যাচ ও রেকর্ড গোলের গর্বিত মালিক ৩৮ বছর বয়সী রোনালদো বলেন, ‘আমার জন্য এটি একটি অবিশ্বাস্য অর্জন। এটি সত্যিই অসাধারন। আর অবশ্যই জয়সূচক গোল করার অনুভূতি আরো বেশি স্পেশাল।’

টানা চতুর্থ জয়ে গ্রুপ-জে’তে স্লোভাকিয়ার চেয়ে  দুই পয়েন্ট এগিয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। আগামী সেপ্টেম্বরে পর্তুগালের পরবর্তী প্রতিপক্ষ স্লোভাকিয়া কাল লিচেনস্টেইনকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্বে এখনো অপরাজিত রয়েছে।

ইত্তেফাক/এসএস