শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘চীনা প্রেসিডেন্ট স্বৈরশাসক নন’, বাইডেনের সঙ্গে ভিন্নমত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর

আপডেট : ২২ জুন ২০২৩, ১১:২৬

চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস। সফরের আগে তিনি বললেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন, এর সঙ্গে তিনি একমত নন। রয়টার্স

হিপকিনস সাংবাদিকদের বলেন, চীনের যে ধরনের সরকার রয়েছে, তা চীনা জনগণের বিষয়।

চীনা সরকার গঠন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হিপকিনস বলেন, তারা যদি তাদের সরকারব্যবস্থা পরিবর্তন করতে চায়, তাহলে সেটা হবে তাদের ব্যাপার।

হিপকিনস ২৫ থেকে ৩০ জুন চীন সফর করবেন। সেখানে তিনি একটি বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এর মধ্যে নিউজিল্যান্ডের কয়েকটি বৃহত্তম সংস্থাও রয়েছে।

চীনের শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক করবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

এদিকে প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন প্রেসিডেন্ট 'স্বৈরশাসক' বলার পরে চীন পাল্টা জবাব দিয়ে বলেছে, এই মন্তব্য অযৌক্তিক এবং উসকানিমূলক।

ইত্তেফাক/এসকে

এ সম্পর্কিত আরও পড়ুন