সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২২ জুন ২০২৩, ১৯:১৪

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। নৌকা মার্কায় ভোট দিলেই সিদ্ধান্ত হবে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সকল সামাজিক ভাতা থাকবে কি, থাকবে না। 

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনার ভ্যাকসিন কী বিএনপি দিয়েছিল। ওই সময় তারা আপনাদের পাশে না থেকে, সরকারের বিরুদ্ধে অপপ্রচার করেছে। ভ্যাকসিন দিলে মানুষ মরে যাবে। বরং আমরা সময়মতো ভ্যাকসিন না দিলে লাখো মানুষ মারা যেত। আমরা করোনা নিয়ন্ত্রণে এশিয়ায় প্রথম হয়েছি। ভারতের মতো বৃহৎ রাষ্ট্র যেখানে ব্যর্থ হয়েছে। প্রতিটি মানুষকে ৩-৪ বার ভ্যাকসিন দিয়েছি। প্রতিটি ভ্যাকসিনে ১০ হাজার টাকা করে খরচ হয়েছে সরকারের।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তারা ক্ষমতায় থাকতে বোমাবাজি করে মানুষ হত্যা করেছে। তাদের সময় শিক্ষার্থীদের নতুন বই দিতে পারেনি। বিএনপি ক্ষমতায় আসলে সব উন্নয়ন কাজ বন্ধ করে দেবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা জানি আপনারা কষ্টে আছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এখন দাম কমছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। টিসিবির মাধ্যমেও সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন গোলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, ওসি সুকুমার বিশ্বাস, সাটুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু।

ইত্তেফাক/এবি/পিও