সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এশিয়া কাপ

আমি হাইব্রিড মডেল বাতিল করব: পিসিবির হবু চেয়ারম্যান

আপডেট : ২২ জুন ২০২৩, ২০:৫৩

আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে পাকিস্তানে খেলতে আপত্তি জানায় ভারত। আর তাই হাইব্রিড মডেলের এশিয়া আয়োজনের প্রস্তাব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির বিদায়ী সভাপতি নাজাম শেঠির প্রস্তাবিত হাইব্রিড মডেলে মেনে এশিয়া কাপের দিন তারিখ ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে হাইব্রিড মডেলের এশিয়া কাপে আপত্তি জানিয়েছে পিসিবির নতুন চেয়ারম্যান হতে যাওয়া জাকা আশরাফ।

গত ১৫ জুন নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাকিস্তান ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় এসিসি। এর মাঝেই পাকিস্তানের ক্রিকেট বোর্ডে আসছে বদল। নাজাম শেঠির জায়গায় বসতে যাচ্ছেন জাকা আশরাফ। 

বুধবার (২১ জুন) এক সংবাদ সম্মেলনে হাইব্রিড মডেলের তীব্র বিরোধিতা করে জাকা আশরাফ বলেন, 'প্রথম কথা হচ্ছে আমি হাইব্রিড মডেল বাতিল করব। কারণ আমি এর সঙ্গে একমত না। এটা (এশিয়া কাপ) পাকিস্তানে হওয়া উচিত এই ব্যাপারে এসিসিকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে আমরা আয়োজন করব।'

তিনি আরও বলেন, 'মূল প্রায় সব ম্যাচই পাকিস্তানের বাইরে হবে (বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী)। নেপাল, ভূটানের (যদিও ভুটান এশিয়া কাপে নেই) মতো দলের খেলা দিয়েছে পাকিস্তানে, এটা পাকিস্তানের প্রতি অবিচার।'

 

ইত্তেফাক/জেডএইচ