বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার নীতিমালা গঠনের প্রস্তাব

আপডেট : ২২ জুন ২০২৩, ২১:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাইবার নীতিমালা গঠনের প্রস্তাব দিয়েছেন ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সিকদার মনোয়ার মোরশেদ। বৃহস্পতিবার (২২জুন) বিকাল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে এমন প্রস্তাবনা দেন।  

অধ্যাপক সিকদার মনোয়ার মোরশেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। সাইবার নীতিমালা গঠনের মাধ্যমে বিশেষ করে ছাত্রীরা যে সাইবার বুলিংয়ের শিকার হয় তা কমে আসবে। 

এর আগে বুধবার সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। বৃহস্পতিবার রাত ৮ টায় সিনেট অধিবেশনে উত্থাপিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। 

৯১৩ কোটি টাকার এ বাজেটে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশন বাবদ ৭২৪ কোটি ১২ ধরা হয়েছে যা মোট ব্যয়ের ৬৮.২৯%; গবেষণা বাবদ ১৫ কোটি ৫ লাখ টাকা যা মোট ব্যয়ের ১.৬৪%; অন্যান্য অনুদান বাবদ ৩৩ কোটি ৭৪ লাখ টাকা যা প্রস্তাবিত ব্যয়ের ৩.৬৯%; পণ্য ও সেবা বাবদ ২০৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা যা মোট ব্যয়ের ২২.৭৬% এবং মূলধন খাতে ৩২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার টাকা যা মোট ব্যয়ের ৩.৫৪% বরাদ্দ রাখা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও