মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বিভিন্ন পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০২:৩০

দেশের বিভিন্ন পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবি ও সোমবার এসব বাজেট ঘোষণা করা হয়।

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন কুসিক মেয়র ডা. তাহসিন বাহার সূচনা। প্রস্তাবিত বাজেটে মোট নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার টাকা। নিজস্ব রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৫০ লাখ ৪৫ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯৫৮ কোটি ৮৬ লাখ ৫৯ হাজার ৭৮৩ টাকা।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল পৌরসভার ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮ শত ৮১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আগামী অর্থবছরে আয় ও ব্যয়  সমান দেখানো হয়েছে। রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৮১ টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ  টাকা এবং  প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে। রবিবার দুপুরে নড়াইল পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে বাজেট ঘোষণা করেন মেয়র আঞ্জুমান আরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, সোমবার দুপুরে পৌর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চলতি অর্থ বছরের ১১১ কোটি ২৬ লাখ ১৬ হাজার ২০৩ টাকার প্রস্তাবিতবাজেট ঘোষণা করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া। বাজেটে ব্যয় দেখানো হয় ১০৯ কোটি ৩ লাখ ৯২ হাজার ৭৬ টাকা। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৮২ লাখ ৫৬ হাজার ৫৪৪ টাকা।

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা জানান, স্বরূপকাঠির পৌরসভার ৫৬ কোটি ৩৪ লাখ ১ হাজার ২৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন মেয়র মো. গোলাম কবির। বাজেটে নতুন কোন করারোপ ছাড়া ২১ লাখ ৫০ হাজার ৩২০ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, সৈয়দপুর পৌরসভার ১৬৮ কোটি ৮১ লাখ ৭৯ হাজার ৮৭ টাকার বিলাসি বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে সন্ধ্যায় এই বাজেট ঘোষণা করা হয়। বাজেট উপস্থাপন করেন পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী। নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ১১৬ টাকা। পক্ষান্তরে রাজস্ব খাতে ৩৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ১১৬ টাকা ব্যয় ধরা হয়েছে।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, নাঙ্গলকোটে সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র মো. আবদুলমালেক। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৮০ কোটি ৮ লাখ ২০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৭ ৮কোটি ৪৫ লাখ টাকা।

ইত্তেফাক/এমএএম
 
unib