শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২২ জুন ২০২৩, ২৩:৫৬

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে রাজধানীর আজিমপুর সরকারি কলোনি মাঠে ত্রি- বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানার অন্তর্গত ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১, ৩২, ৩৩ ও ৩৬ নং ওয়ার্ডের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কাজী নজিব উল্লাহ হিরু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ ওয়ার্ড সমূহের কাউন্সিলর ও ডেলিগেটসহ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এমএএম