পাকিস্তানের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে দেশটির ক্রিকেট বোর্ডেও। আর তাই আরও একবার পালাবদল দেখতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৭ জুলাই জানা যাবে নতুন পিসিবি চেয়ারম্যানের নাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটায় জানিয়েছেন পিসিবি নির্বাচন কমিশনার।
নাজাম শেঠির পর পিসিবির নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন জাকা আশরাফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সমর্থনেই য়ারম্যানের পদে বসতে যাচ্ছেন তিনি। পিসিবির নির্বাচন কমিশনার আহমেদ শাহজাদ ফারুক জানান, আগামী ২৭ জুন লাহোরে অনুষ্ঠিত হবে পিসিবির নির্বাচন।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে, জাকা আশরাফকে পিসিবিতে নিয়োগ দেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গঠনতন্ত্র অনুয়ায়ী, দশ সদস্যের কমিটি নিয়ে গঠিত হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। চারজন আঞ্চলিক প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের চার প্রতিনিধি ছাড়াও প্রধানমন্ত্রীর সুপারিশে নিয়োগপ্রাপ্ত হন আরও দুজন। চেয়ারম্যানসহ পুরো বোর্ডের মেয়াদ থাকে তিন বছর।