কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অর্ধশতাধিক বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশে সেলাই মেশিন বিতরণ করেছে মাস্তুল ফাউন্ডেশন।
সোমবার (১৯ জুন) নাগেশ্বরী পৌরসভার বিদ্যুৎপাড়া গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের সেলাই মেশিন তুলে দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা জাহান।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, আমরা সরকারের সহায়তায় কুড়িগ্রামের উন্নয়নে কাজ করছি। মাস্তুল ফাউন্ডেশনের যাকাত সাবলম্বী প্রকল্পের অর্থায়নে বিধবা ও অসহায় নারীদের স্বাবলম্বী করার উদ্যোগটি প্রশংসনীয়। এধরনের ভালো কাজে আমরা প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকতে চাই।
মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান বলেন, দাতাদের দেওয়া যাকাতের টাকার সঠিক বণ্টনের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য কাজ করছি আমরা।
মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের অধীনে নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান। অনাথদের জন্য নিজস্ব স্কুল, মাদ্রাসা এবং শেল্টার হোম চালাচ্ছে সংগঠনটি। এর পাশাপাশি ২২ টি স্কুলে, ১২ জেলায় ১১০০ সুবিধাবঞ্চিত গরিব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার ও অন্যান্য মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। রয়েছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তোলা হচ্ছে। তাদের দাফন-কাফন সেবার মাধ্যমে করোনার শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০০ লাশ দাফন করা হয়েছে। মাস্তুলের মেহমানখানায় প্রতিদিন কয়েক শ দুঃস্থ মানুষ বিনামূল্যে একবেলা খাবার খেতে পারেন।