শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ব্রাহ্মণবাড়িয়ায় গালি দেওয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ২৪ জুন ২০২৩, ১৯:২৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিশুকে গালি দেওয়ার প্রতিবাদ করায় সোমা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হোসনে আরা বেগম (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৩ জুন) বিকাল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে গৃহবধূ মারা যায়। নিহত সোমা আক্তার চন্দনসার গ্রামের টিপু মিয়ার স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার সকালে নিহত সোমার স্বামীর চাচাতো ভাইয়ের স্ত্রী মর্জিনা আক্তার সূচি একটি শিশুকে গালি দেয়। সোমা আক্তার তার প্রতিবাদ করলে সূচি তার ওপর ক্ষিপ্ত হয়। একপর্যায়ে সূচির স্বামী আরিফ হাসান জিকু ও শ্বশুর আব্দুল আওয়াল এসে তাকে বেধড়ক পেটাতে শুরু করে। 

এ সময় সূচি সোমার তলপেটে লাথি দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় সোমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকাল ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য  চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পথে বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, শনিবার দুপুরে নিহতের বাবা সেলিম মিয়া বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও