শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ, নিখোঁজ মাদ্রাসা ছাত্র

আপডেট : ২৬ জুন ২০২৩, ১৬:২০

বরগুনার পাথরঘাটায় সিয়াম (১২) নামে মাদ্রাসার এক ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে মাদ্রাসা ছাত্র পর্যন্ত নিখোঁজ রয়েছে। সোমবার (২৬ জুন) বেলা ১২টায় পাথরঘাটা প্রেস ক্লাবে ভুক্তভোগীর বাবা এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।

ভুক্তভোগী সিয়াম উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

সিয়ামের বাবা খলিলুর রহমান বলেন, ৬ বছর ধরে এই মাদ্রাসায় আমার ছেলে লেখাপড়া করে। মঙ্গলবার (২০ জুন) রাতে আমার ছেলেকে মাদ্রাসার খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে। পরদিন সিয়াম মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। বৃহস্পতিবার ভুক্তভোগীর ফুফু সালমা সিয়ামের খোঁজ নিতে গেলে কর্তৃপক্ষ জানায় সিয়াম মাদ্রাসা থেকে পালিয়ে গেছে। 

তিনি আরও বলেন, বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ না জানানোর কারণে আমার সন্দেহ হচ্ছে। এজন্য বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।   

অভিযুক্ত শিক্ষক আলামিন বলেন, সামনে পরীক্ষা, লেখাপড়ার চাপের কারণে সিয়াম পালিয়ে গেছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি।

পাথরঘাটা থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

ইত্তেফাক/এবি/পিও