বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

একদিনে আরও ৩৪ জন করোনা আক্রান্ত

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৫:০০

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪২ হাজার ৫৫৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৬২ জন অপরিবর্তিত আছে।

বৃহস্পতিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪১ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৮ হাজার ৬৯২ জন। ২৪ ঘণ্টায় ৩৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ০৯ শতাংশ। 

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন