অস্ট্রিয়ার বিখ্যাত চিত্রকর গুস্তাফ ক্লিমটের সবশেষ পরিপূর্ণ চিত্রকর্ম ‘লেডি উইথ অ্যা ফ্যান' নিলামে তুলেছিল সোথেবি অকশন। মঙ্গলবার ছবিটি ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলারে নিলাম হয়েছে বলে জানিয়েছে সোথেবি অকশন হাউজ। ৮ কোটি ডলারে নিলাম ডাকা শুরু হয়। মাত্র ১০ মিনিটে ১০ কোটি ডলারে এটি বিক্রি হয়ে যায়।
১৯১৮ সালে ইনফ্লুয়েঞ্জা মহামারির সময় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ক্লিম্ট মাত্র ৫৫ বছরে মারা যান। মৃত্যুর আগে অনেক ছবি এঁকেছিলেন, যেগুলো শেষ করে যেতে পারেননি। ‘লেডি উইথ অ্যা ফ্যান' তার আঁকা শেষ মাস্টারপিস, যেটি শেষ করে যেতে পেরেছিলেন৷
লন্ডনের ওই নিলামে বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসো ও ক্লদ মনে'র ছবিও ছিল৷ কিন্তু সেগুলো নিলাম হয় ক্লিমটের ছবির তুলনায় কম দামে৷ তবে নিলামে বিক্রি হওয়া ক্লিমটের সবচেয়ে দামি ছবি ‘ওয়াটার সার্পেন্ট ২', যেটি ২০১৫ সালে ১৭ কোটি মার্কিন ডলারে বিক্রি হয়৷
ক্লিমট তার ছবিতে প্রাধান্য দিয়েছেন নারী শরীরকে। ছবির মাধ্যমে তিনি নারীর সৌন্দর্য ও যৌনতাকে উপস্থাপন করেছেন এতে তিনি সমালোচিতও হয়েছেন। তিনি ১৯০০ সালে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গ্রেট হলের সিলিং -এ যখন তিনি ছবি আঁকার কাজ শেষ করলেন, তখন এটাকে পর্নোগ্রাফিক চিত্রকর্ম বলে সমালোচনা করা হয়েছিল৷ এই সমালোচনার জের ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সেই প্রকল্প থেকে একেবারে সরিয়ে দেন৷ এরপর থেকে ক্লিম্ট আর কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত হননি৷ এরপর থেকে নিজস্ব মক্কেলদের জন্যই কেবল তিনি ছবি এঁকে গেছেন।