বাংলাদেশি যুবকের প্রেমর টানে সুদূর ল্যাটিন আমেরিকার দেশ পেরু থেকে নোয়াখালীর চাটখিলে এসেছেন আনা কেলি কারাঞ্জা সাওসিডো নামে এক তরুণী। এমনকি ভালোবাসার মানুষ আরমানকে বিয়েও করেছেন তিনি।
শনিবার (০৮ জুলাই) সকালে উপজেলার ঘাটলাবাগ এলাকায় আরমানের বাড়িতে গিয়ে দেখা যায় ভিনদেশি এই নববধূকে দেখতে ঘাটলাবাগ ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের মানুষ তাদের বাড়িতে ভিড় করছে।
এর আগে বৃহস্পতিবার কারাঞ্জা সাওসিডোরকে চাটখিলে নিয়ে আসেন আরমান।
মো. আরমান হোসেন একই এলাকার বারাই বাড়ির নুর আলমের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে ব্রাহ্মনবাড়ীয়ায় কর্মরত রয়েছেন।
আরমান হোসেন বলেন, ২০১৭ সালে ফেসবুকে আরমানের সঙ্গে পরিচয় হয় পেরুর তরুণী কারাঞ্জা সাওসিডোর। পরিচয় থেকে বন্ধুত্ব গড়ায় ভালোবাসার সম্পর্কে। ছয় বছরের ভালোবাসা পূর্ণ হয় বিয়ের মাধ্যমে। গত ২ জুলাই পেরু থেকে বাংলাদেশে আসেন কারাঞ্জা সাওসিডোর। ঢাকায় বিমানবন্দরে তাকে রিসিভ করেন আরমান। ওইদিনই বিয়ে করেন দুজন। বিয়ে সম্পূর্ণ করে দুজন কিছুদিন ঢাকায় অবস্থান করার পর বৃহস্পতিবার কারাঞ্জা সাওসিডোরকে চাটখিলে নিয়ে আসে আরমান। বর্তমানে তারা নিজ বাড়িতেই বসবাস করছেন।