‘পক্ষপাতিক ও বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রকাশ করায় সংবাদ মাধ্যম বিবিসিকে বয়কট করেছে সিরিয়া। সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ের ভাষ্যমতে, সংবাদ মাধ্যমটির সম্প্রচারক ‘পেশাদার মান’ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সিরিয়ার ক্যাপটাগন নামের অ্যাম্ফিটামিনের ব্যবসার সঙ্গে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পরিবারের সম্পর্ক রয়েছে, সম্প্রতি এই বিষয় নিয়ে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করে। এটিই সিরিয়াতে বিবিসির বয়কট হওয়ার মুখ্য কারণ বলা দাবি করেছে বিবিসি।
রয়টার্স, বিবিসির সঙ্গে যোগাযোগ করলে সংবাদমাধ্যমটি জানায়, তাদের মধ্যপ্রাচ্যের সংবাদ সেবার কর্মীরা সব ধরনের রাজনৈতিক মতাদর্শের মানুষদের সঙ্গে কথা বলেন এবং পক্ষপাতহীন ও নিরপেক্ষ প্রতিবেদন প্রকাশ করেন।
ক্যাপটাগন হচ্ছে অ্যাম্ফিটামিন গ্রুপের অত্যন্ত আসক্তিকর একটি ড্রাগ। এর আগে অনেকবার সিরিয়ার সরকার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ড্রাগস উৎপাদন ও রফতানির জন্য সিরিয়ার সরকারকে দোষারোপ করেছে এবং প্রেসিডেন্ট আসাদের আত্মীয়-স্বজনকে প্রধান দোষী হিসেবে তালিকাভুক্ত করেছে।
এদিকে সিরিয়ার সরকার তাদের বিবৃতিতে ক্যাপটাগনের প্রতিবেদনের কথা সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। কিন্তু এতে বলা হয়, ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিবিসি মাঝে মাঝেই ‘পক্ষপাতিক ও ভুয়া তথ্য’ সরবরাহ করে আসছে।