শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মেয়েদের হারের পরও সন্তুষ্ট বিসিবি সভাপতি

আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:৩৩

হুট করেই খারাপ সময় নেমে এসেছে বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে। চট্টগ্রামে আফগানিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দল। হোয়াইটওয়াশ এড়াতে আগামীকাল তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে দুই দল। এর মধ্যে ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গতকাল ভারতের বিপক্ষে বড় হার দিয়ে সিরিজ শুরু করেছেন জ্যোতিরা। আর দুই দলের এমন ব্যর্থতায় বেশ দুশ্চিন্তা বেড়েছে বিসিবির।

জ্যোতিদের হারের পরও সন্তুষ্ট বলে বিসিবি বস। এ সময় লিটন-সাকিবদের সিরিজ হার নিয়েও তার মন খারাপ বলে জানান তিনি। বলেন, ‘মন তো খারাপ হবেই। এটা সবারই হয়। সারা দেশের মানুষেরই মন খারাপ। মেয়েদের খেলায় আমি একেবারে হতাশ না।’ 

এ সময় ছেলেদের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ওটা ঠিক হবে। অবশ্যই ঠিক হবে।’ এদিকে পুরুষ দলের তুলনায় অত বেশি সুযোগ-সুবিধা পায় না নারী ক্রিকেট দল। বিষয়টি মেনে নিয়ে পাপন বলেন, ‘মেয়েদের তো আমরা সুযোগ-সুবিধা দিতে পারি না, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তবে সামর্থ্য অনুযায়ী ওরা খুব ভালো খেলেছে।’ 

এ সময় তিনি আরো বলেন, ‘আজকে প্রথম তো (মিরপুরে মেয়েদের ম্যাচ)। ওদের সঙ্গে যখন আমাদের দেখা হয়েছিল, ওরা বলেছিল মিরপুরে আমাদের হোম অব ক্রিকেটে কোনো ম্যাচ খেলেনি। ওদের একটা খুব শখ ছিল। আমি বলেছি ঠিক আছে, পরের বারই হবে। ভারত নারী দল অনেক শক্তিশালী। সেরা তিন দলের একটি আমার ধারণা। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অনেক শক্তিশালী। তারপরও ভালো খেলেছে, ভালো খেলবে ইনশাআল্লাহ। আমরা তো ঐ পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিতে পারি না। ওরা যেরকম পায়। ওদের সম্ভাবনা খুবই ভালো।’

ইত্তেফাক/এসএস