শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাইকেলের সিটের নিচে মিলল সোয়া কোটি টাকার সোনার বার

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৯:৫৯

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) অভিযান চালিয়ে বাইসাইকেলের সিটের নিচে লোহার পাইপের ভেতর কাপড়ে মোড়ানা অবস্থায় ১ দশমিক ৩৯৮ কেজি (১১৯ দশমিক ৮৫৫ ভরি) ওজনের ১২টি সোনার বার উদ্ধার করেছে। এর আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৫১৪ টাকা।

দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে পাচারকালে এ সোনা উদ্ধার করা হয়। তবে সাইকেলচালক পালিয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। নীতিমালা অনুযায়ী দৌলতপুর থানায় সাধারণ ডায়ারি করার পর জব্দকৃত সোনা জেলা ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

ইত্তেফাক/এসকে