শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ধানমন্ডিতে ছুরিকাঘাতে আইডিয়াল কলেজের ছাত্র খুন

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৩:৩৩

রাজধানীর ধানমন্ডি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আদনান সাইদ রাকিব (১৮) নামে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র নিহত হয়েছে।

রোববার (১৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আদনান সাইদ রাকিব লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা এলাকার বাসিন্দা।

জানা গেছে, রাকিবের বাবা নূরনবী জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি করেন। পরিবারের সঙ্গে থাকতেন গ্রীনরোডের স্টাফ কোয়ার্টারে। তিন ভাইয়ের মধ্যে রাকিব সবার ছোট ছিল।

নিহতের বড় ভাই হৃদয় বলেন, গতকাল রাতে আমাদের বাসার উল্টো পাশে ধানমন্ডি বয়েজ কলেজের রায়হান নামে এক বন্ধুর সঙ্গে চা খেতে যায় রাকিব। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এতে ঘটনাস্থলে আমার ভাইর মৃত্যু হয়। তবে ওইদিন আসলে কী ঘটেছিল সে ব্যাপারে আমরা এখনো বিষয়টি নিশ্চিত হতে পারিনি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, রাত ১১টার দিকে শেখ জামাল ক্লাবের আমবাগানের সামনের ফুটপাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আদনান সাঈদ রাকিব। পরে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাত নাকি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেটি এখনও নিশ্চিত নই। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ইত্তেফাক/এসকে