শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চুরি করে মোটরসাইকেল বিক্রির টাকায় বউকে নিয়ে কুয়াকাটা ভ্রমণ, এরপর...

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৭:৪১

মোটরসাইকেল চুরি করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে বউকে নিয়ে ঘুরতে গিয়ে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছেন। সোমবার (১৭ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

আটক রাকিব বরিশাল বন্দর দিনারের পোল এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে।

পুলিশ জানায়, রোববার পটুয়াখালী সদরের কাজীপাড়া এলাকা থেকে আবু তাহের ইরমান নামের এক লোকের অফিসের নিচ থেকে মোটরসাইকেল চুরি হয়। পরে সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে চোরের ছবি চিহ্নিত করে। সোমবার দুপুরে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। এ সময় তার এক সহযোগী ও চুরি হওয়া মোটরসাইকেলের কথা জানায়। ওইদিন রাতেই পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে রাকিবের সহযোগী সোহেল হাওলাদারকে (৩০) চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়।

মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খান বলেন, চোরের ছবি পেয়ে অভিযান চালিয়ে আটকের পরে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন। পরে তাকে পটুয়াখালী থানায় হস্তান্তর করা হয়।

পটুয়াখালী থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, আসামির স্বীকারোক্তি অনুযায়ী ভান্ডরিয়া থানা পুলিশের সহযোগিতায় মোটরসাইকেল এবং চোর চক্রের আরও একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পটুয়াখালী থানায় চুরি হওয়া মোটরসাইকেলের মালিক আবু তাহের ইমরান মামলা করেছেন। 

ইত্তেফাক/এবি