সমন্বিত তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট, কুয়েট, রুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (লেভেল-১) ভর্তি আজ রোববার (২৩ জুলাই) অনুষ্ঠিত হবে।
ভর্তি কার্যক্রম চুয়েট, কুয়েট এবং রুয়েটে একযোগে অনুষ্ঠিত হবে। প্রথম দিনে মেধাক্রম অনুসারে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের ভর্তির জন্য নিরীক্ষা কমিটির কাছে উপস্থিত হয়ে সনদপত্র যাচাইপূর্বক জমা দিতে হবে। এরপর স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য অবশ্যই প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টার থেকে ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্ট এবং চশমা ব্যবহারকারী শিক্ষার্থীদের চশমা সঙ্গে আনতে হবে। কাল সোমবার সকালে প্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত ব্যাংকে বিকাল ৩টার মধ্যে জমা দিতে হবে? তবে কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষার পর একই দিনে ভর্তি ফি কর্তৃপক্ষের অনুমতিক্রমে জমা দিতে পারবে।