শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গণভবনে যে আলাপ হয়েছে তা ওখানেই থাকুক: পাপন

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৯:১৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এর একদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেই সময় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজাকে মেন্টর হিসেবে পাওয়ার আবদার করেন তামিম। মাশরাফির মেন্টর হওয়া প্রসঙ্গে এবার কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার (২৩ জুলাই) গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, 'এসব এখন বলার কোনো সুযোগই নেই। বিশেষ করে ওখানে (গণভবনে) যে আলাপ হয়েছে, ওখানেই থাকুক। এসব নিয়ে বাইরে আলাপ করার কোনো প্রশ্নই আসে না।'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে মেন্টর হওয়া প্রসঙ্গে মাশরাফি গণমাধ্যমকে বলেছিলেন, ‘দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেন, তাহলে তো সেটা অবশ্যই মানতে হবে। কিছু করার নেই। তিনি আমাকে বলেছেন ভাবতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দল ঠিক আছে। এখানে বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। তারপরও সময় হলে দেখা যাবে।' 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন