বগুড়া সদরে বাবাকে মারধরের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের হাতে জিন্নাহ প্রামানিক (২৩) নামে এক যুবক খুনের অভিযোগ উঠেছে।
রোববার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড় কুমিড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিন্নাহ ওই এলাকার খোরশেদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ জুলাই প্রতিবেশী জিলহকের সঙ্গে জিন্নাহর মায়ের কথা কাটাকাটি হয়। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে জিন্নাহর বাবা খোরশেদকে মারধর করে জিলহক। খবর পেয়ে চট্টগ্রাম থেকে শনিবার রাতে জিন্নাহ বগুড়ায় আসেন। জিন্নাহ চট্টগ্রামে দর্জির কাজ করেন। রোববার সন্ধ্যায় বাবাকে মারধরের প্রতিবাদ করতে জিলহকের বাড়িতে যান। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে জিলহক জিন্নাহ’র বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় জিন্নাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, নিহতের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে। অভিযুক্ত জিলহককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।