শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দুই বছর পর পিসিবিতে ফিরছেন মিসবাহ

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৯:৩৩

জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর প্রায় দুই বছর পর আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ফিরতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, নতুন করে হতে যাওয়া ক্রিকেট কমিটির প্রধান হিসেবে শীঘ্রই নিয়োগ দেওয়া হতে পারে মিসবাহকে। পাশাপাশি পিসিবির বর্তমান প্রধান জাকা আশরাফের ক্রিকেট বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করবেন তিনি। 

মিসবাহর নিয়োগটি হবে পাকিস্তানের ক্রিকেট পরিচালনায় নতুন কমিটির প্রথম বড় কোন পদক্ষেপ। জুনের শেষ দিকে তত্ত্বাবধায়ক চেয়ারম্যান হিসেবে নাজাম শেঠির মেয়াদ শেষ হওয়ার পর এ মাসের শুরুতে পিসিবি প্রধান হিসেবে আশরাফকে বেছে নেওয়া হয়। তবে মিসবাহর পদটি হবে অবৈতনিক ও আলংকারিক। এ ব্যাপারে আশরাফ বলেন, ‘পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিতে মিসবাহ আমাদের সঙ্গে কাজ করতে রাজি হওয়ায় আমি খুশি।’

পাকিস্তানের নতুন ক্রিকেট কমিটি গঠনে মিসবাহ সহায়তা করবেন বলে আশা করছেন আশরাফ। সেই কমিটিতে অন্যান্য সাবেক খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হবে। আইসিসির সভা ও অন্যান্য ফোরামে বোর্ডকে মিসবাহ সহায়তা করবেন বলে জানিয়ে আশরাফ বলেন, ‘ক্রিকেট এবং টেকনিক্যাল সিদ্ধান্ত নিতে সহায়তার করার জন্য নতুন কমিটিতে সাবেক ক্রিকেটারদের নিতে চাই আমি।’ 

পিসিবির চেয়ারম্যান হিসেবে রমিজ রাজা যোগ দেওয়ার পর ২০২১ সালের সেপ্টেম্বরে প্রধান কোচের পদ থেকে সড়ে দাঁড়ান মিসবাহ। এরপর বিভিন্ন টিভি চ্যানেল বিশেষজ্ঞ ও বিশ্লেষক হিসেবে কাজ করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে পাকিস্তানের হয়ে ৭৫ টেস্টে ৫২২২ রান, ১৬২ ওয়ানডেতে ৫১২২ রান ও ৩৯টি টি-টোয়েন্টিতে ৭৮৮ রান করেছেন ৪৯ বছর বয়সী মিসবাহ।

ইত্তেফাক/জেডএইচ