রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে ৭শ’ পিস ইয়াবাসহ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও ৩ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আরমান শেখ (২৫), জুয়েল(৩২), আশিক হোসেন (২৪) ও আল আমিন (২১)।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় বাড্ডার ডিআইটি প্রজেক্টের ২ নম্বর প্লটের ৮ নম্বর রোডের একটি দোকানের সামনে থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আরমান শেখ ৩৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। বাকিরাও ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী।
বাড্ডা থানার এসআই সাইফুল ইসলাম ভুইয়া জানান, রাতে ডিআইটি প্রজেক্ট এলাকায় টহল ডিউটির সময় একদল যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় ইয়াবার চালান নিতে বাইরে থেকে আরেকটি গ্রুপ সেখানে পৌঁছলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বেশ কয়েকজন যুবক পালিয়ে যায়। পুলিশ আরমান শেখের শরীর তল্লাশি করে ৫শ’ পিস ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করে। অপর তিন যুবকের শরীর তল্লাশি করে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।