সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দোহারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৭:৫৬

ঢাকার দোহার উপজেলার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই খান বাজার সংলগ্ন পুকুর থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। 

ওই বৃদ্ধের নাম লাবলু (৬০)। সে উপজেলার শিলাকোঠা গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে দোহার থানা পুলিশকে জানায়। পরে পুলিশ  লাবলুর লাশ উদ্ধার করে। 

দোহার থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, ‘লাশ ময়নাতদন্তের পর থানায় রাখা হয়েছে। মৃতের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পেলে লাশ হস্তান্তর করা হবে। আর অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/কেএস/এএএম