ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সপ্তাহে চার দিন সশরীরে ও একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সপ্তাহের প্রতি সোমবার ক্লাসসমূহ অনলাইনে নেওয়া হবে। এছাড়া এদিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান বলেন, করোনা মহামারি ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা, জ্বালানি ও বিদ্যুত্ খাতের ব্যয় ২৫ শতাংশ সাশ্রয় করা আবশ্যক। তাই সপ্তাহের প্রতি সোমবার শিক্ষকদের অনলাইনে ক্লাস পরিচালনা করার অনুরোধ করা হয়েছে। এছাড়া এদিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি চলবে।
এ সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব অনুষদের ডিন ও বিভাগের সভাপতিদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ সোমবার পূর্ব ঘোষিত পরীক্ষাসমূহ যথাসময়ে অনুষ্ঠিত হবে।’