এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। এই দুই বড় ইভেন্টকে সামনে রেখে দল নির্বাচন নিয়ে কিছুটা বিপাকে নির্বাচকরা। এখনো অনিশ্চয়তা কাটেনি ইংল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফেরা তামিম ইকবালকে নিয়ে। অধিনায়ক ঠিক হওয়ার পরেই দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি প্রধান বলেন, 'কোচ আসুক, অধিনায়ক ঠিক হোক, তারপর (দল)। তামিমের সঙ্গে আগে কথা বলতে হবে। তামিম যদি এশিয়া কাপ খেলে, তাহলে তো আর সমস্যা নেই। তামিম আছে, কোচ আছে; ওরা বসে স্কোয়াড দিক। ওরা কী খেলবে—প্লেয়িং একাদশ পেয়ে গেল, বাকি তো সাপোর্টিভ, এক্সট্রা প্লেয়ার দেব।'
তিনি আরও বলেন, 'ওদের সঙ্গে কথা না বলে কিছু বলা কঠিন। আমাদের কাছে খেলোয়াড়দের তালিকা আছে। ওখান থেকে তারা কাকে নির্বাচন করবে না করবে, ওরা এলে বলতে পারব। এ ছাড়া আমাদের কিছু বলার উপায় নেই।'