বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পান্থপথে লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১০:২১

ঢাকার পান্থপথে প্রাইভেটকারের পাঁচ যাত্রীর মারধরে এক লেগুনা চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে বসুন্ধরা সিটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ, বয়স ৩৫ বছর। তবে তার পরিচয় জানা যায়নি।

নিহতের সহযোগী মো. জামাল ও মিন্টু জানান, লেগুনার গ্যাস শেষ হয়ে যাওয়ায় সবুজসহ তারা কাওরানবাজার মাছ বাজারের সামনে গ্যাস পাম্পের দিকে যাচ্ছিলেন। পথে বসুন্ধরা সিটির সামনে প্রাইভেটকারের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। এরপর প্রাইভেট কারের যাত্রীরা গাড়ি থেকে নেমে সবুজকে কিল-ঘুষি মারতে থাকলে একপর্যায়ে সুবজ অজ্ঞান হয়ে যায়।  পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সবুজের সহযোগীদের অভিযোগ, প্রাইভেটকারের সবাই মাতাল ছিলেন।

ইত্তেফাক/আরএজে

এ সম্পর্কিত আরও পড়ুন