ভোলার লালমোহনে মাইক্রোবাসচাপায় মোটরসাইকেল আরোহী এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চিকিৎসকের নাম হিল্লোল দে (৩৫)। তিনি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমবিবিএস চিকিৎসক বলে জানা গেছে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক মো. তৈয়বুর রহমান জানান, দুর্ঘটনার সময় হিল্লোল দে, বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার তার বাসা থেকে মোটরসাইকেলযোগে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তৈয়বুর রহমান আরও জানান, গত দেড় বছর আগে এমবিবিএস চিকিৎসক পদে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছিলেন হিল্লোল দে। এছাড়া প্রায় ৩ মাস আগে বিবাহিত জীবন শুরু করেছিলেন তিনি।
লালমোহন থানার ওসি (পরিদর্শক) এনায়েত হোসেন জানান, ঘটনার পর পরই মাাইক্রোবাসটি ফেলে রেখে চালক পালিয়ে গেছে। তবে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তিতি নিচ্ছে হিল্লোল দের পরিবার।