মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

আবারও ট্রলের শিকার সারা!

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৩:০০

সম্প্রতি মুক্তি পাওয়া ‘জারা হাতকে জারা বাঁচকে’ সিনেমায় সারা আলী খানের অভিনয় দর্মকমহলে বেশ প্রশংসিত হয়। পাশাপাশি বক্স অফিসেও সিনেমাটি দারুণ প্রভাব ফেলে। এর আগে সারার অভিনয় নিয়ে যারা নেতিবাচক আলোচনা করেছেন তারাও সারা বন্দনা করেন। তবে সেই রেশ কাটতে না কাটতেই আবারও ট্রলের শিকার হলেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি ম্যাগাজিনের কাভার গার্ল হয়ে হাজির হন সারা। যেখানে তার পোশাক এবং পোজ মন জয় করতে পারেনি নেটিজেনদের। ছবিটি প্রকাশ পেতেই নেচিবাচক মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। একজন মন্তব্য করেছেন, ‘যখন শিক্ষক শাস্তি দেন এবং হাত ওপরে তুলতে বলেন, আপনাকে তেমনই লাগছে।’

আরেকজন লিখেছেন, ‘পুরোই জগাখিচুড়ি।’ কেউ আবার ‘সস্তা ফটোশপ’ বলে উড়িয়ে দিয়েছেন।

আবার কেউ লিখেছেন, ‘আজকের দিনে এবং বয়সে এমন এক্সপ্রেশন, ব্যাকগ্রাউন্ড! কীভাবে সম্ভব? এটা কী দেখালেন?’

তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার নিজের পোশাক, স্টাইল ও অভিনয় নিয়ে ট্রলের শিকার হতে দেখা গেছে তাকে। যদিও বিষয়টি নিয়ে কখনোই বিচলিত হননি সারা। তিনি বলেন, ‘আমি কখনোই বিখ্যাত সেলিব্রেটির মতো চলতে চাই না। এমনকি তাদের মতো একাধিক দামি পোশাকও আমার নেই। আমি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করার চেষ্টা করি।’

সারা আরও বলেন, ‘আমি সব ধরনের সমালোচনাকেই পছন্দ করি এবং সমালোচকদের প্রশংসা করি। কারণ আমি দর্শকদের জন্যই কাজ করি। তাদের কোনো কাজ পছন্দ না হলে সমালোচনা করবেন এটাই স্বাভাবিক। তবে ভালো কাজের চেষ্টা করা আমার কর্তব্য। তাছাড়া আমি এমন পরিবেশে বড় হয়েছি যেখানে বাহ্যিক বিষয়গুলো মুখ্য নয়। তাই কে কী বললো তা নিয়ে কখনোই বিচলিত হই না।’

ইত্তেফাক/এসটিএম