শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৬:৪২

চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন।

শুক্রবার (৪ আগস্ট) রাতে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৫ আগস্ট) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এদিকে গত চার দিন ধরে রাঙ্গামাটিতে হালকা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারী বর্ষণের ফলে পাহাড়ের ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সাধারণ  মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যেতে এবং বসবাসকারীদের সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসন। টানা বর্ষণের কারণে এ নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

রাঙ্গামাটি শহরের শিমুলতলী, রূপনগর, লোকনাথ মন্দির, ভেদভেদি মুসলিম পাড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনদের মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পাহড়ের পাদদেশে বসবাস জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটি শহরের ৯ ওয়ার্ডে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইত্তেফাক/এবি