বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘মাঠে ফিরে আমি শতভাগ দিতে চেষ্টা করব’

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১০:৫৬

অভিষেক হওয়ার পর থেকে এক আশার আলো জ্বালিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, যে টাইগাররা পেতে যাচ্ছে এক  পেসার অলরাউন্ডার। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার জন্য বাধা হয়ে দাঁড়ায় ইনজুুরি। তাই বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। 

সবশেষ তাকে দলের হয়ে দেখা গিয়েছে গত বছরের অক্টোবরে। শুধু তাই নয় গত মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে বোলিংয়ের সময় চোট পেয়ে তিন মাস ধরে মাঠের বাইরে রয়েছেন তিনি। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সুনজরে চিকিৎসার জন্য দেশের বাইরে (কাতার) যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। গতকাল শনিবার (৫ আগস্ট) সেই উদ্দেশ্যে দেশও ত্যাগ করেছেন।

চিকিৎসার জন্য দেশ ছাড়ার আগে শনিবার মিরপুরে এসেছিলেন ২৬ বছর বয়সী এই পেস অলরাউন্ডার। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান চিকিৎসা শেষে আবার মাঠে ফিরে আসতে চান তিনি। বলেন, ‘ক্রিকেট আমার পেশা। সত্যি বলতে, যত দিনই খেলতে হবে, লড়াই করে খেলতে হবে। এটা আমার রুটি-রুজি। ক্রিকেট আমার সব কিছু। এটার জন্য যতটুকু করা দরকার, সব সময় করে এসেছি এবং সব সময় করব।’

এদিকে চিকিৎসা নিতে সাইফউদ্দিন একা নন, তার সঙ্গে যাচ্ছে আরো দুই পেসার। তারা হলেন অভিষেক দাস ও আশিকুর জামান। তারাও ইনজুরিতে ভুগছেন। কাতারের দোহার স্পোর্টস মেডিসিনের জন্য বিশেষায়িত একটি হাসপাতালে হবে এই তিন ক্রিকেটারের চিকিৎসা। আজই সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাদের।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন