কিশোরগঞ্জের বাজিতপুরে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার সরারচর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, রোববার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়। পরে পয়েন্ট পরিবর্তন করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের কার্যক্রম শুরু করবে। আপাতত কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।