শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বান্দরবানে ভারি বর্ষণে তলিয়ে গেছে আবাদি জমি, পানির স্রোতে নিখোঁজ ১

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৯:৫৪

টানা চার দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আবাদি জমি। একইসঙ্গে উপজেলার দৌছড়ি ইউনিয়নে পানির স্রোতে নিখোঁজ রয়েছে মেমপই ম্রো (৩০) নামে ১ জন। বন্যার পানিতে উপজেলার কয়েকটি প্রধান সড়কের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে মানুষের দুর্ভোগ বেড়েছে। 

এদিকে উপজেলা প্রশাসন ৪৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করছেন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ দুর্যোগে সবাইকে সর্তকতা অবলম্বন ও জনসাধারণের পাশে থাকতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন ইউএনও।

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, তার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পাহাড় ধসে একই পরিবারের শিশুসহ ৪ জন আহত হয়েছেন। পাহাড় ধসে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাইশারী আলিক্ষ্যং সড়কসহ কয়েকটি প্রধান সড়কে ভাঙন দেখা দিয়েছে।

সোমবার  (৭ আগস্ট) আলীকদম বাজার থেকে আসার সময় বুছি খালে পাহাড়ি ঢলের পানির স্রোতে  দৌছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড রিংয়ে ম্রো পাড়ার বাসিন্দা  ঐবরাত ম্রোর পুত্র মেমপয়ই (৩০) ভেসে যায়। বৃষ্টির কারণে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার রোমেল শর্মা।

তুমব্রু গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, টানা ৪ দিনের বৃষ্টিতে তুমব্রু ছাড়াও কোনার পাড়া, তুমব্রু পশ্চিমকূল ও আশপাশের এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই এলাকায় বসবাসকারী জনসাধারণ।

দৌছড়ি ইউপি চেয়ারম্যান মেহাম্মদ ইমরান বলেন, তার এলাকার যোগাযোগের প্রধান সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো মূহুর্তে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. এনামুল হক বলেন, বন্যার ক্ষতির বিষয়ে সজাগ থাকতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আবদুল্লাহ আল নোমান বলেন, বন্যা ও পাহাড় ধসসহ সব ধরনের দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত। ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরে আসতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আর সবকিছু যথাযথভাবে করতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, কয়েকদিন ধরেই নাইক্ষ্যংছড়িতে টানা বৃষ্টি হচ্ছে। প্রাণহানির শঙ্কায় পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। বাইশারীতে পাহাড় ধসের ঘটনায় আহতদের খোঁজ নিয়ে তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে। তুমব্রুর বন্যার আর সদর ইউনিয়নসহ পুরো উপজেলার পাহাড়ি ও বাঙ্গালি পাড়া ও গ্রামগুলোর বিষয়ে উপজেলার সব দপ্তর ও প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এবি