শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফের পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২০:১১

কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল আবারো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হতে যাচ্ছেন ইনজামাম উল হক। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। দ্বিতীয়বারের মতো পিসিবির দায়িত্ব নিলেন দেশটির সাবেক এই অধিনায়ক। এমনটায় জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। 

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন ইনজামাম। জাকা আশরাফ পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ভেঙে দিয়েছেন আগের নির্বাচক কমিটি। যেখানে ছিলেন প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও টিম ডিরেক্টর মিকি আর্থার।

ইনজামাম উল হক।

তবে বেশি দিন টিকলো না সেই কমিটি। প্রধান নির্বাচকের দায়িত্ব নিলেন ইনজামাম। তার সঙ্গে আর্থার এবং ব্র্যাডবার্ন নির্বাচক কমিটিতে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। 

এর আগে আর্থারের সঙ্গে কাজ করেছেন ইনজামাম। এর মধ্যে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিলো পাকিস্তান। এছাড়াও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে একত্রে কাজ করেছেন এই জুটি।

ইত্তেফাক/জেডএইচ