শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চট্টগ্রাম ইপিজেডে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৭:৪৪

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) একটি জ্যাকেট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকাল ৪টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ওয়ারলেস অপারেটর ওবায়দুল হক বলেন, সুলতান আহমেদ কলেজ এলাকায় একটি ভবনের পঞ্চম তলায় জ্যাকেট তৈরির কারখানার ঝুট গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।  

ইত্তেফাক/এবি