শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিয়ের প্রলোভনে তরুণীকে যৌনপল্লিতে বিক্রি

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৭:৫৫

শেরপুরের শ্রীবরদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২০) জামালপুরের যৌনপল্লিতে বিক্রির অভিযোগ উঠেছে। বুধবার (৯ আগস্ট) শ্রীবরদী থানায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মামলা করেন। এদিন রাতেই অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বাবা-মা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। দুই বছর আগে তাদের মেয়েকে ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামের বিপ্লবের সঙ্গে বিয়ে দেয়। কিন্তু পারিবারিক কলহের জেরে স্বামীকে ছেড়ে বাবা-মা’র সঙ্গে ঢাকায় থাকতো। সেখানে লোকমান মিয়া নামে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই তরুণীর। বিষয়টি জানাজানি হলে বাবা-মা তরুণীকে গ্রামের বাড়ী শ্রীবরদীতে পাঠিয়ে দেয়। লোকমান গত ২০ জুন তরুণীর বাড়িতে গিয়ে কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। একপর্যায়ে জামালপুরের যৌনপল্লিতে বিক্রি করে কৌশলে পালিয়ে যায়।

কয়েকদিন আগে অজ্ঞাত নম্বর থেকে কল আসলে মেয়ের চিৎকার শোনা যায়। পরে আরও দু’টি নম্বর থেকে ভুক্তভোগীর পরিবারের কাছে ফোন আসে। তখন তারা জানতে পারেন তাদের মেয়েকে জামালপুরের যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগীর মা বাদী হয়ে শেরপুর সদর উপজেলার চরশেরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে লোকমান মিয়াসহ (২৩) অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা করেন।

ভুক্তভোগীর মা বলেন, অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত আমার মেয়েকে উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত বিচার চাই।

শ্রীবরদী থানা ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জামালপুরের যৌনপল্লি থেকে তাকে উদ্ধার করা হয়। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

ইত্তেফাক/এবি