মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তাইওয়ানের সীমানায় আবারও চীনের যুদ্ধবিমান ও রণতরি

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৫:০৬

তাইওয়ানের আকাশ এবং জলসীমায় আবারও চীনের যুদ্ধবিমান ও রণতরি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। পালটা জবাব দিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তাইপের প্রশাসন। তাইওয়ান প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে দুই বার চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশের ঘটনা ঘটে। গতকাল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ তাইওয়ানের সীমানায় চীনের যুদ্ধবিমান ও রণতরি দেখা যায়। এর মধ্যে ৩৩টি যুদ্ধবিমান ও ছয়টি রণতরি রয়েছে। বিমানগুলোর মধ্যে ১০টি বিমান তাইওয়ানের ‘এয়ার ডিফেন্স জোনে’ ঢুকে পড়েছিল।’

চীনা বাহিনীর অনুপ্রবেশের পর নিরাপত্তা বাহিনী গোটা পরিস্থিতি নজরে রাখছে বলে জানিয়েছে তাইওয়ান প্রশাসন। এছাড়াও এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য বিমানবাহিনী, মিসাইল সিস্টেম এবং নৌজাহাজকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, বুধবারও ১০টি চীনা বিমান ও পাঁচটি যুদ্ধজাহাজ তাইওয়ানের ‘এয়ার ডিফেন্স জোনে’ ঢুকে পড়েছিল। গত রবিবারও দ্বীপরাষ্ট্রের কাছাকাছি চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ দেখা গিয়েছিল। 

প্রসঙ্গত, তাইওয়ানকে বরাবরই চীন নিজেদের অংশ বলে দাবি করে আসছে। গত তিন বছর ধরে সীমান্তের কাছাকাছি চীন সামরিক কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে তাইওয়ান। —ইন্ডিয়া টুডে

ইত্তেফাক/এএইচপি