দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী মো. সেলিম মাতুব্বরের লাশ দেশে পৌছেছে। শনিবার (১২ অঅগস্ট) সকাল দশটার দিকে নিজ গ্রাম মজুমদার কান্দিতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
এ সময় স্বজনদের আহাজারিতে উপস্থিত সকলের অশ্রু সজল হয়ে উঠে। গত ৪ আগস্ট শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সেলিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর পৌরসভাধীন মজুমদারকান্দি গ্রামের মৃত আবু আলী মাতুব্বরের ছেলে।
সূত্রে জানা যায়, সেলিম মাতুব্বর প্রায় ২০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। মাঝে মাঝে দেশে আসলেও সেখানে স্থায়ীভাবে ব্যবসা শুরু করেছিলেন। গত শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রাতের কোনো এক সময় তাকে নিজ দোকানের মধ্যে গুলি করে সন্ত্রাসীরা এবং সেখানেই তার মৃত্যু ঘটে। এ খবর রোববার রাতে তার নিজ বাড়ি রাজৈর উপজেলার মজুমদারকান্দিতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।