শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফিলিস্তিনে প্রথমবার রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৪:১৪

ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি আরব। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন সরকার। ফিলিস্তিন সংকট সমাধান ও রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি গত শনিবার (১২ আগস্ট) জর্ডানে অনাবাসী দূত হিসেবে রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্রের একটি অনুলিপি হাতে পেয়েছেন।

এ বিষয়ে ফিলিস্তিনি বিশ্লেষক তালাল ওকাল বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন জানাতে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ।

গত কয়েক মাস ধরে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের ঘটনা অনেক বেড়েছে। এ বছর শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর গুলিতে। ইসরায়েলি আগ্রাসনে নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। এই পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনে  অনাবাসিক রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি আরব।

ইত্তেফাক/এএইচপি