সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাইবা বোর্ডে বিষের বোতল নিয়ে হাজির প্রার্থী, নিয়োগ না দিলে মরার হুমকি

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৯:০০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মালি পদের নিয়োগ পরীক্ষার সময় বিষের বোতল নিয়ে ভাইভাতে অংশগ্রহণ করেন এক আবেদনকারী। শনিবার (১২ আগস্ট) এই ঘটনা ঘটে। আবেদনকারীর নাম হাসমত। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাস করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসে। পরে ওসিকে খবর দেওয়া হয়। ওসির উপস্থিতে তার কাছে অঙ্গীকারনামা লিখে নেওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, দুপুরের দিকে ভাইস চ্যান্সেলরের পিএস আমাকে ফোন দিয়ে একজন এ্যাসিট্যান্ট রেজিস্ট্রার নিয়ে আসতে বলেন। আমি সেখানে গিয়ে দেখলাম একটি বিষের বোতল রাখা আছে। এরপর নিয়োগ বোর্ডের সদস্যদের মাধ্যমে জানতে পারলাম ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসে।

এমনকি সে নিয়োগ না দিলে বিষ খেতে উদ্যত হন। পরে আমরা বিষের বোতল এবং ওসির উপস্থিতিতে ওই লোকের অঙ্গীকারনামা লিখে প্রক্টর অফিসে জমা রেখেছি।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বিপ্লব বলেন, ওই লোকের অঙ্গীকারনামা এবং বিষের বোতল বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে জমা রয়েছে। আমাদের কাছে তারা হস্তান্তর করেনি। হস্তান্তর করলে আমরা আইনি প্রক্রিয়ায় এগোতে পারবো।

ইত্তেফাক/এসজেড