শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন স্টোকস

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৭:২৬

অবশেষে গুঞ্জনকে সত্যি করে অবসর ভেঙে রঙিন পোশাকের ক্রিকেটে ফিরলেন বেন স্টোকস। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আগামী ৮ সেপ্টেম্বর দেশের মাটিতে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে।

অবশ্য ২০১৯ বিশ্বকাপ ফাইনালের এই ম্যাচসেরার ফিরে আসার ইঙ্গিত আগেই পাওয়া গেছিল। তবে বুধবার (১৬ আগস্ট) সেটি নিশ্চিত হলো। খবর ইএসপিএন, স্কাই স্পোর্টসের।

স্টোকস ফিরলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বা টি-টোয়েন্টি দলে নেই পেসার জোফরা আর্চার। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা এই ফাস্ট বোলার এখনো বিবেচিত হননি। অবশ্য বিশ্বকাপে তাকে খেলানোর ঝুঁকি নেবে ইংল্যান্ড, সেটিও আগেই জানিয়েছেন কোচ ম্যাথু মট।

গত বছর জুলাইয়ে ওয়ানডে থেকে সরে দাঁড়ান স্টোকস। আগামী অক্টোবর থেকে ভারতে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এই সংস্করণে ফেরার তার গুঞ্জন আগে থেকেই রটেছিল। ইংল্যান্ডের পুরুষ দলের নির্বাচক লুক রাইট স্টোকসের ফেরা সম্পর্কে বলেছেন, 'সাদা বলে আমাদের যে মেধা, তারই পরিচায়ক দুটি শক্তিশালী দল ঘোষণা করতে পেরেছি আমরা। বেন স্টোকসের ফিরে আসার মাধ্যমে তার ম্যাচ জেতানোর সামর্থ্য ও নেতৃত্বের গুণ সেখানে বাড়তি কিছু যোগ করবে। আমি নিশ্চিত সব সমর্থক ইংল্যান্ডের ওয়ানডে জার্সিতে তাকে ফিরতে দেখাটা উপভোগ করবে।' 

নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জশ টাং, জন টার্নার, লুক উড।

ইত্তেফাক/এইচএ/জেডএইচ