বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিশ্বকাপে তামিমকে ভীষণ দরকার: বাশার

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৫:৪৯

কোমরের ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। কবে মাঠে ফিরবেন তা এখনো অনিশ্চিত। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে তামিম মাঠে ফিরবেন বলে আশা করছেন অনেকে। একই আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমনও।

নিউজিল্যান্ড সিরিজের পরই ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আর বৈশ্বিক এই আসরে ভালো করতে তামিমকে ভীষণ প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বাশার।

আজ (শনিবার) গণমাধ্যমকে বাশার বলেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় নির্দিষ্ট সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতা ও পারফরম্যান্স অনেক দরকার আমাদের ভালো করার জন্য। তামিম যেভাবে পরিশ্রম করছে ও নিজেকে সময় দিচ্ছে, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।’

 
 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন