সিরাজগঞ্জের কামারখন্দে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে ধরা খেলো এক ‘চোর’। পরে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে দেয়। রোববার (২০ আগস্ট) ভোরে উপজেলার নান্দিনা কামালিয়া এলাকা থেকে ওই চোরকে ধরা পড়ে।
আটক মনিরুল ইসলাম (২৪) শাহজাহাদপুর উপজেলার দরগারচর পশ্চিমপাড়া এলাকার মনজেল প্রামাণিকের ছেলে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনালের জুনিয়র ইঞ্জিনিয়ার আমিনুল হক জানান, নান্দিনা কামালিয়া গ্রামের শোভা রাইস মিলের মালিক মাহবুবুল আলম সবুজের ১০ কেভি ট্রান্সফরমার চুরি করার সময় চোর বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চোরকে আহত অবস্থায় উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।