বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিষ প্রয়োগে ৮৪ কবুতরসহ শতাধিক পাখি মেরে ফেলার অভিযোগ

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২২:৪২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষমাখা ধান ছিটিয়ে কবুতরসহ শতাধিক ঘুঘু পাখি মেরে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) উপজেলার বকসা-সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের পাখি শিকারী আমজাদ হোসেনের ছেলে সুবহান এবং আবু বকরের ছেলে মনিরুল গত শুক্র ও শনিবার দুদিনে শতাধিক ঘুঘুপাখিসহ ওই গ্রামের প্রতিবন্ধী কৃষক ইলিয়াস আলীর ৮৪টি কবুতর মারা যায়। এ নিয়ে ইলিয়াস আলী রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
 
অভিযুক্ত পাখি শিকারী সুবহান বলেন, আমি তো মাঠের মধ্যে বিষ দিয়েছি। কারো বাড়িতে দিই নাই। তাতে কবুতর মারা গেলে আমার কি?

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মণ্ডল জানান, লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/পিও